সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

তাহিরপুরে শিক্ষকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প স্কুল এন্ড কলেজের দুই শিক্ষকের ওপর শিক্ষার্থীর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার বাদাঘাট, আলহাজ জয়নাল আবেদীন, হাজী ইউনুছ আলী, চানপুরপুর, লরাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়সহ ১০টি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। এর আগে গত ২৫ সেপ্টেম্বর একই দাবিতে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প স্কুল এন্ড কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ ফ ম মুস্তাকিম আলী পীরের সঞ্চালনায় প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- বাদাঘাট সরকারি কলেজ অধ্যক্ষ জুনাব আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, বাগলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক প্রদীপ কুমার, চানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মজিবুর রহমান, হাজী এম এ জাহের উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, আলহাজ জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক অসীম কুমার, আইডিয়াল ভিশন একাডেমির প্রধান শিক্ষক মোক্তার হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হামলার শিকার দুই শিক্ষক ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। হামলাকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী। তারা জামিনে এসে মামলার তদন্তে বিঘœ সৃষ্টি করতে পারে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট সবার কাছে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার ট্যাকেরঘাট স্কুল এন্ড কলেজে বাংলা ক্লাস চলাকালীন সময়ে কলেজের দ্বাদশ শেণির প্রথম বর্ষের শিক্ষার্থী আলী ইদ্রিস ক্লাসে অমনোযোগী হওয়ায় তাকে মৌখিকভাবে শাসন করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোখলেসুর রহমান ও সহকারী শিক্ষক মুর্তজ আলী।
এরই জের ধরে পর দিন বুধবার রাত ৮টার দিকে দুই শিক্ষককে ট্যাকেরঘাট বাজার থেকে বাসায় ফেরার পথে ট্যাকেরঘাট-লাকমা সড়কে আলী ইদ্রিস ও তার কয়েকজন সহযোগী মিলে দুই শিক্ষকের পথরোধ করে কাঠের রোল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে।
এ ঘটনায় পরদিন প্রভাষক মোখলেসুর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় আলী ইদ্রিসকে প্রধান আসামিসহ অজ্ঞাত নামা আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিনে এসেছে। তবে মামলার তদন্ত কাজ এখনো শেষ হয়নি। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাক না কেন তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়