সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

জেলার শ্রেষ্ঠ ভেড়ামারার বাহিরচর প্রা. বিদ্যালয়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়া জেলার মোট ৮০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভেড়ামারার বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে। প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এ জেলা পর্যায়ে বাছাই পর্বে শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিভিন্ন উদ্ভাবন, ভাল শিখনসহ সার্বিক বিবেচনায় বিদ্যালয়টিকে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ঘোষণা করা হয়।
সম্প্রতি কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিদ্যালয়ে শিক্ষার মানদণ্ড ঠিক রাখতে সব সময় নেয়া হয়েছে নতুন নতুন কলা- কৌশল। বিনোদনে ও সমাপনী পরীক্ষায় ফলাফল ভালো রাখতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ১৯১৬ সালে স্থাপিত বাহিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে মোট ৫০১ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, আমরা ইতোপূর্বেও একাধিক বার শ্রেষ্ঠ হয়েছি, এই পুরস্কার আমাদের একার নয় বিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থীসহ সারা ভেড়ামারা তথা কুষ্টিয়াবাসীর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়