সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

জনতা ব্যাংক : নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জনতা ব্যাংকের নোয়াখালী অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার চাঁদপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো. কামরুল আহসান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার (ডিএমডি) মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে সংশ্লিষ্ট এরিয়া প্রধানসহ ৫৮ জন শাখা ব্যবস্থাপক সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুছ সালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরন বাড়াতে হবে। এছাড়া তিনি অবলোপন আদায় ও প্রতিটি শাখাকে সিএল মুক্ত করাসহ ২০২২ সালে নোয়াখালী বিভাগের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়