সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২১ চেক জালিয়াতির মামলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আবুল কাশেম সেলিম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জ এলাকা থেকে গত রবিবার রাতে তাকে আটক করে। আটককৃত সেলিম উপজেলার উজিরপুর ইউনিয়নের পূর্ব বেলঘর গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে এবং মিয়াবাজারের স্পাইসি সুইটসের মালিক। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত সেলিম ১৫ বছর ধরে পলাতক ছিলেন। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল সোমাবার দুপুরে এই তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, বিভিন্ন চেক জালিয়াতির মামলায় ১৯ বছর ২ মাসের সাজা ও ৭৪ লক্ষ ৬৭ হাজার ৭৪০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি মো. আবুল কাশেম সেলিম গ্রেপ্তার এড়াতে প্রায় ১৫ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। রবিবার রাত সাড়ে ৯টায় চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃতে¦ গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়