সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

চিলমারী : পুলিশি হয়রানি বন্ধ করার দাবিতে বিক্ষোভ মৎস্যজীবীদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : চিলমারীতে পুলিশি হয়রানি বন্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার সব মৎস্যজীবী পরিবারের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলার রমনা ঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তরা দাবি করেন, চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির অবৈধ হস্তক্ষেপে জেলেদের হয়রানি করা হচ্ছে। বৈধ জালে মাছ ধরলেও সেগুলো জব্দ করছেন তারা। এমনকি মোটা অঙ্কের উৎকোচও দাবি করছেন। এ থেকে পরিত্রাণ না পেলে কঠোর কর্মসূচির হুমকি দেন তারা।
এ সময় মৎস্যজীবী পক্ষে বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন, সমাজ উন্নয়ন কর্মী জিয়াউর রহমান জিয়া, মৎস্যজীবী নেতা মো. হান্নান, মাইদুল ইসলাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুুুবুর রহমান মৎস্যজীবীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়