সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

কাজী মামুনুর রশীদ : ঐক্যবদ্ধ জাপা গড়ে তোলাই মূল লক্ষ্য

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতীয় পার্টিকে (জাপা) শক্তিশালী করতে চান পল্লীমাতা বেগম রওশন এরশাদ। তাই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছেন তিনি। বিভেদ নয়, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তোলাই যেন রওশনের মূল লক্ষ্য। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় সেগুন রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।
তিনি বলেন, ‘পল্লীমাতা বেগম রওশন এরশাদ লাখ লাখ মানুষের চাওয়া পাওয়া পূরণে জাতীয় পার্টির নতুন পুরাতন, অবহেলিত, অব্যাহতিপ্রাপ্ত, বহিষ্কৃত, নিষ্ক্রিয় ও অন্য দলে চলে যাওয়া সব নেতাকর্মীদের এক মঞ্চে একত্রিত করতে চান। এর মাধ্যমে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চান। তাই দশম জাতীয় সম্মেলনের ডাক দিয়েছেন তিনি।’
কাজী মামুনুর রশীদ বলেন, ‘পল্লীবন্ধু প্রয়াত এরশাদের প্রকৃত উত্তরসূরি তার স্ত্রী বেগম রওশন এরশাদ। তিনি তার স্বামীর রাষ্ট্র পরিচালনার সফলতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং রাজনৈতিক আদর্শ বাঁচিয়ে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়