সোনারগাঁওয়ে দলিল লিখককে হত্যা স্ত্রী আটক

আগের সংবাদ

জন্মদিনের শুভেচ্ছা : জননেত্রী শেখ হাসিনা আধুনিক বাংলাদেশের রূপকার

পরের সংবাদ

আমির হোসেন আমু : স্বৈরশাসকরাই এখন গণতন্ত্রের ছবক দেয়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘যারা স্বৈরশাসক হিসেবে এ দেশে প্রতিষ্ঠা লাভ করেছে, তারাই আজ গণতন্ত্র শেখাতে চায়। তারাই এখন গণতন্ত্রের ছবক দেয়। যারা রাজনৈতিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা আজ বড় বড় কথা বলেন। সব দেখে আমাদের এখন হাসি পায়।’
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ ময়েজ উদ্দিনের ৩৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শহীদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।
আমির হোসেন আমু বলেন, ‘এরশাদের ক্ষমতাকালীন ৭২ ঘণ্টা নয় ১২ দিন আমাদের সমস্ত রেজাল্ট হেল্ডআপ রাখা হয়েছিল। তারা আজকে গণতন্ত্র শেখায়। যে জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট, যেখানে কোনো প্রতিদ্ব›দ্বী নেই, সেই ভোট থেকে কারচুপি শুরু। তারা আজকে গণতন্ত্র শিক্ষা দিতে চায়।’
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার মনোনীত প্রার্থীকে এ দেশের মানুষ ভোট দেবে। কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকবে।’
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শহীদ ময়েজ উদ্দিনের মেয়ে মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ। আলোচনা সভা সঞ্চলনা করেন শহীদ ময়েজউদ্দিন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক আতাউর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়