সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাম্প্রদায়িক সম্প্রীরীতি রক্ষায় সজাগ থাকতে হবে সবাইকে

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনো নিখোঁজ অন্তত ২৭ : মরদেহের অপেক্ষায় স্বজনরা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পুরস্কার বিতরণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি : চান্দিনায় মীনা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান। সহকারী উপজেলা শিক্ষা অফিসার নুরজাহান আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার হালিমা বেগম, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাউছারুজ্জামান প্রমুখ।

চারা বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ২০০টি পরিবারের মধ্যে পেয়ারা, জাম, আমড়া, মেহগনি ও বেলজিয়াম জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়া ৫টি পরিবারকে সবজি বীজ ও নগদ ৫০০ টাকা করে দেয়া হয়। গতকাল রবিবার সকাল ১০টার দিকে সংগঠনের কার্যালয় চত্বর থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র এজিএম বাদশাহ্। ব্যবসায়ী খোরশেদ আলমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আপাল শেখ, ব্যবসায়ী শহিদুল ইসলাম সাদেক, জাগরণ পরিবার উন্নয়ন সংস্থার সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

স¤প্রীতি সমাবেশ

পাবনা প্রতিনিধি : জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সামাজিক স¤প্রীতি সমাবেশ। গতকাল রবিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আল মামুন, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।

বর্ধিত সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি : যুবলীগ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করছে। তাই আগামী সংসদ নির্বাচনে যুবলীগকে আগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত শনিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা এ কথা বলেন। আসন্ন উপজেলা যুবলীগের সম্মেলন উপলক্ষে এই বর্ধিত সভার আয়োজন করে সিংড়া উপজেলা যুবলীগ। বর্ধিত সভায় উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।

কৃষকের ৫ গরু চুরি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : উপজেলার চন্দ্রঘোনায় গতকাল রবিবার ভোরে পৃথক ঘটনায় দুই কৃষকের ৫টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম পচ্চিম নতুন পাড়া দরগাহটিলায় মো. লোকমানের দুটি গরু চুরি হয়েছে। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১১টায় গোয়ালঘরে ২টি গরু বেঁধে ঘুমাতে যান। রবিবার ভোরে ঘোয়ালঘরে দরজা খোলা অবস্থায় দেখতে পায়। দরজার লোহার চিকল কেটে দুটি গরু চোরেরা নিয়ে যায়। এদিকে একই গ্রামে মোহাম্মদ আলীশন নামে এক কৃষকের তিনটি গরু ঘোয়ালঘর দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

প্রস্তুতি সভা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা ক্ষেতলাল উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মণ্ডল। এ সময় ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ রওশন ইয়াজদানী, পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম নন্দী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তরফদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কোর্স

শ্রীমঙ্গল (মৌলভিবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে বাংলাদেশ চা বোর্ডের শ্রীমঙ্গলস্থ প্রকল্প উন্নয়ন ইউনিটে (পিডিইউ) চা উৎপাদন এবং ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের দক্ষতা উন্নয়নকল্পে ৭ দিনব্যাপী ‘টি টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, এনডিসি, পিএসসি। পিডিইউ-এর পরিচালক ড. এ কে এম রফিকুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. ইসমাইল হোসেন এবং বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম।

চক্ষু শিবির

নেত্রকোনা প্রতিনিধি : জলা শহরের বারহাট্টা রোডের বিএনএসবি চক্ষু হাসপাতালে ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহের সহযোগিতায় গতকাল রবিবার থেকে তিনদিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির খোলা হয়েছে। প্রথমদিন পাঁচশত রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া এই ৫ শত রোগীর মধ্যে ১৭৫ জন রোগীর ছানি অপারেশনের জন্য ময়মনসিংহ ডা. কে জামান বিএনএসবি হাসপাতালে নিজস্ব পরিবহনে পাঠানো হয়। নেত্রকোনা বিএনএসবি হাসপাতাল পরিচালনা পরিষদের আহ্বায়ক মতিউর রহমান তালুকদার জানান, আগামী মঙ্গলবার ছানি অপরেশনকৃত রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়