সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাম্প্রদায়িক সম্প্রীরীতি রক্ষায় সজাগ থাকতে হবে সবাইকে

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনো নিখোঁজ অন্তত ২৭ : মরদেহের অপেক্ষায় স্বজনরা

পরের সংবাদ

শেরপুরে মহিলা কলেজ : অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষকে স্থায়ী বরখাস্তের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছে কলেজের গভর্নিং বডি, শিক্ষক ও কর্মচারীরা। গতকাল রবিবার বেলা ১০টার দিকে শেরপুর পৌরশহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের সামনে মহাসড়কে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে কলেজ গর্ভনিং বডির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম, সদস্য ডা. ইকবাল হোসেন সনি, আলহাজ শাহ আলম, শিক্ষক প্রতিনিধিসহ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কলেজের অর্থ আত্মসাৎ করাসহ গর্ভনিং বডির সিদ্ধান্তকে উপেক্ষা করা ছাড়াও নানাবিধ দুর্নীতিতে অভিযুক্ত অধ্যক্ষকে স্থায়ী বরখাস্ত করতে হবে। উল্লেখ্য, অর্থ আত্মসাৎ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের অধ্যক্ষ একেএম নূরুল ইসলামকে গর্ভনিং বডি গত বৃহস্পতিবার সাময়িক বরখাস্ত করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়