সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাম্প্রদায়িক সম্প্রীরীতি রক্ষায় সজাগ থাকতে হবে সবাইকে

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনো নিখোঁজ অন্তত ২৭ : মরদেহের অপেক্ষায় স্বজনরা

পরের সংবাদ

বিশ্বকাপ বাছাইপর্ব : আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আগেই থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা বাংলাদেশের মেয়েরা গতকাল ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে গতকাল রাতে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এর আগে টস জিতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা ১২০ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। বাংলাদেশের বোলারদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন রুমানা আহমেদ। দুইটি করে উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা, শিউলি আক্তার ও নাহিদা আক্তার। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে হারলেও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে আইরিশরা।
গতকাল মুরশিদা খাতুনকে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করেন ফারজানা হক পিংকি। দলীয় ২৩ রানের মাথায় ৬ রান করে সাজঘরে ফিরেন মুরশিদা। অপরপ্রান্ত আগলে রেখে ফারজানা হক ৫৫ বলে ৬১ রান করেন। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। ফারজানার পর রুমানা আহমেদ দ্বিতীয় টাইগ্রেস ব্যাটার হিসেবে দুই অংকের ঘরে পৌঁছান। তিনি ২০ বলে ২১ রান করে আউট হন। অপর বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নিগার সুলতানা ৬, সুবর্ণা মুশতারি ৬, ঋতুমনি ৯, সালমা খাতুন ও নাদিয়া আক্তার ৩ রান করেন। অতিরিক্ত থেকে আসে ৪ রান। ১২০ বলে টাইগ্রেসরা ১২০ রান করে আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বল হাতে আয়ারল্যান্ডের লরা ডিলানি ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। কারা মুরারি ২১ রান দিয়ে ২টি ও আরলিনি কেলি ৪ ওভারে ১ মেডেনসহ ১৭ রান দিয়ে নেন ২ উইকেট।
১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। দলীয় ২৪ রানে তিন উইকেট হারায় আইরিশরা। বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা দুইটি এবং নাহিদা আক্তার একটি উইকেট শিকার করেন। ব্যক্তিগত ১৮ রানে রুমানা আহমেদের বলে এমিয়ার রিচার্ডসন সাজঘরে ফিরেন। তাতে দলীয় ৪৭ রানে চতুর্থ উইকেটের পতন হয়। দলের খাতায় ১ রান করতেই আউট হন রেবেকা স্টোকেল। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার খেলে ১১৩ তুলতে সমর্থ হয় আইরিশরা। ফলে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডের বিপক্ষে ১১৩ রানে ১১ রানে ম্যাচ জিতেছিল টাইগ্রেসরা। এ জয়ের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ খেলেছিল বাংলার মেয়েরা। এছাড়া ২০১৪ সালে স্বাগতিক হিসেবে ও ২০১৫ সালে বাছাইপর্বে রানার্স-আপ হয়ে খেলেছিল বিশ্বকাপে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়