সংস্কৃতি প্রতিমন্ত্রী : সাম্প্রদায়িক সম্প্রীরীতি রক্ষায় সজাগ থাকতে হবে সবাইকে

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনো নিখোঁজ অন্তত ২৭ : মরদেহের অপেক্ষায় স্বজনরা

পরের সংবাদ

কোরিয়ান রাষ্ট্রদূত বাফুফেতে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এই জয়ে এক হয়েছে বাংলাদেশের সব ক্রীড়া প্রেমিরা। আনন্দে ভাসছে দেশের মানুষ। শুধু দেশের মানুষ নয় এই আনন্দ ছুঁয়েছে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত লি জাং কেউকে। গতকাল দুপুরে বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা শেষে কোরিয়ান রাষ্ট্রদূত জানান, প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে আমি খুব খুশি। বিশেষ করে এই মুহূর্তটি দারুণ। অতি সম্প্রতি বাংলাদেশ নারী দল সাউথ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমে বাংলাদেশ নারী দলকে অভিনন্দন জানাই। এটা বিশাল অর্জন।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাক্ষাৎ শেষে বলেন, কোরিয়ান রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাৎ আমাদের জন্য ইতিবাচক। কোরিয়া বিশ্বকাপ ফুটবলে নিয়মিত অংশ নেয়। এশিয়ার ফুটবলে পরাশক্তি। তাদের কাছ থেকে টেকনিক্যালসহ বিভিন্ন বিষয় আমাদের শেখার ও সাহায্য নেয়ার সুযোগ রয়েছে।
নারীদের ফুটবলের পাশাপাশি বাংলাদেশের ফুটবল নিয়েও আলোচনা করেছেন তারা। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ায় কূটনীতির ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন কোরিয়ার এই রাষ্ট্রদূত। এ সময় আরো উপস্থিত ছিলেন- এএফসি কাউন্সিল সদস্য বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও কোরিয়ান দূতাবাসের প্রথম সচিব ইয়ংমিন সিও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়