সহিংসতা প্রতিরোধে মাঠে থাকবে ১৪ দল

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ২৫, নিখোঁজ অর্ধশতাধিক : করতোয়া তীরে শোকের মাতম

পরের সংবাদ

লাইসেন্স না থাকায় ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জে পেট্রোলিয়াম লাইসেন্স না থাকায় তিনটি ফিলিং স্টেশনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত শুক্রবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফসা নাদিয়া এ দণ্ডাদেশ দেন। গতকাল শনিবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গাজীপুর-ইটাখোলা সড়কে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পেট্রোলিয়াম লাইসেন্স না থাকায় পেট্রোলিয়াম আইন ২০১৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ওই সড়কের আজমপুর চৌরাস্তা এলাকার মেসার্স জারিফ ফুয়েল স্টেশনের স্বত্বাধিকারী আরিফুর রহমানকে ৫০ হাজার টাকা, মেসার্স কে এন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নাসির উদ্দিনকে ২০ হাজার ও নরুন বাজার সংলগ্ন মদিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. ওয়ালী ওল্লাহকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ফিলিং স্টেশনকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়