সহিংসতা প্রতিরোধে মাঠে থাকবে ১৪ দল

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ২৫, নিখোঁজ অর্ধশতাধিক : করতোয়া তীরে শোকের মাতম

পরের সংবাদ

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা : সাম্প্রদায়িক অপশক্তি নানা ছদ্মাবরণে সক্রিয়

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : একাত্তরে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তিই এদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনসহ সাম্প্রদায়িক সহিংসতা চালাচ্ছে। তারা পাকিস্তানের ভাবধারা পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টায় লিপ্ত। বিভিন্ন সেক্টরে নানা ছদ্মাবরণে সাম্প্রদায়িক এই অপশক্তি সক্রিয় রয়েছে। এই অপশক্তিকে প্রতিরোধ করে সমূলে উৎপাটন করতে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্দরকিল্লার পুরোনো নগর ভবনের চসিক কেবি আবদুচ সাত্তার মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় হিন্দু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
পরিষদের উপদেষ্টা সাংবাদিক প্রীতম দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গণি চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। হিন্দু সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, সংরক্ষিত নারী কাউন্সিলর নিলু নাগ, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, যুব রেডক্রিসেন্ট চট্টগ্রামের সাধারণ সম্পাদক গাজী ইফতেখার আহমেদ ইমু, প্রবীণ রাজনীতিক স্বপন সেন, উজ্জ্বল পাল চৌধুরী, কার্তিক চন্দ্র দে, কল্যাণ ভট্টাচার্য, মিশু তালুকদার, সঞ্জয় তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, ৭২’র সংবিধান রচিত হয়েছিল মুক্তিযুদ্ধের অসা¤প্রদায়িক চেতনার ওপর ভিত্তি করে। কিন্তু ৭৫’এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশকে পাকিস্তান বানানোর অপচেষ্টা শুরু হয়। ৭৫’র হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল তারা চেয়েছিল পাকিস্তানের মতো রাষ্ট্রীয় সংবিধানে সা¤প্রদায়িকীকরণ করতে। শুধু কথায় নয়, প্রকৃত অর্থে ৭২’র সংবিধান প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হবে এবং এর মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়