সহিংসতা প্রতিরোধে মাঠে থাকবে ১৪ দল

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ২৫, নিখোঁজ অর্ধশতাধিক : করতোয়া তীরে শোকের মাতম

পরের সংবাদ

ডেঙ্গু পরিস্থিতি: হাসপাতালে ভর্তি আরো ৪৪০ জন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরো ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সংখ্যা এখন পর্যন্ত এ বছরের সর্বোচ্চ। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে শুক্রবার ১২৫ জন, বৃহস্পতিবার ৪৩৭ জন, বুধবার ৪৩১ জন ও মঙ্গলবার ৪৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি ৪৪০ জন রোগীর মধ্যে ৩২৫ জন ঢাকার এবং ১১৫ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা এক হাজার ৬২৮ জন। এর মধ্যে ঢাকার (৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে) এক হাজার ২৭২ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৩৫৬ জন ভর্তি আছেন। চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৪০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৬২ জন। আর মৃত্যু হয়েছে ৫০ জনের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়