হাছান মাহমুদ : সেই নৈরাজ্যের পথেই হাঁটছে বিএনপি

আগের সংবাদ

ভূরাজনীতির ফাঁদে প্রত্যাবাসন! রোহিঙ্গা সংকট নিয়ে এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠক : ৫ বছরে সংকট আরো বেড়েছে

পরের সংবাদ

হারল থাইল্যান্ড : টি-২০ বিশ্বকাপে বাংলার মেয়েরা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সেপ্টেম্বর বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি উজ্জ্বল মাস। ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের নারী ফুটবল দল সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে। ৪ দিনের ব্যবধানে ফুটবলের পর ক্রিকেটেও সাফল্য পেয়েছে বাংলাদেশের মেয়েরা। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। গতকাল শুক্রবার আবুধাবির শেখ জাহিদ স্টেডিয়ামে টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল রবিবার ২৫ সেপ্টেম্বর ফাইনালে আয়ারল্যান্ডের মোকাবিলা করবে নিগার সুলতানা বাহিনী।
গতকাল আবুধাবিতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই নিয়ে থাইল্যান্ডকে ৫ বার হারাল বাংলাদেশের মেয়েরা। গতকাল প্রথম সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের মেয়েরা। ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড। আগেই বলা হয়েছিল- ফাইনালে ওঠা দুটো দল আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
গতকাল দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডের মেয়েরা টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ২০ ওভার লাল-সবুজের প্রতিনিধিরা ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে। বাংলাদেশের চ্যালেঞ্জের জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে থাইল্যান্ড। ফলে ১১ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতি বাহিনী। টাইগ্রেস ব্যাটারদের মধ্যে ফারজানা হক পিংকি ১৭ বলে ১১, মুরশিদা খাতুন ৩৫ বলে ২৬ , নিগার সুলতানা ২৪ বলে ১৭, রুমানা আহমেদ ২৪ বলে ২৮, সুবর্ণা মুস্তারি ১০ বলে ১৭ রান করেন। থাইল্যান্ডকে ১০২ রানে গুটিয়ে দিতে বল হাতে অগ্রণী ভূমিকা রাখেন সালমা খাতুন। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। সানজিদা আক্তার ৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
অপর উইকেটটি তুলে নেন নাহিদা আক্তার। এবার গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে, দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটে এবং যুক্তরাষ্ট্রকে তৃতীয় ম্যাচে ৫৫ রানে হারায়। গতকাল সেমিফাইনালে থাইল্যান্ডকে হারিয়েছে ১১ রানে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ১০ দেশের অংশগ্রহণে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়