হাছান মাহমুদ : সেই নৈরাজ্যের পথেই হাঁটছে বিএনপি

আগের সংবাদ

ভূরাজনীতির ফাঁদে প্রত্যাবাসন! রোহিঙ্গা সংকট নিয়ে এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠক : ৫ বছরে সংকট আরো বেড়েছে

পরের সংবাদ

ফেলুদা এবার ভূস্বর্গ কাশ্মিরে

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১:১৩ পূর্বাহ্ণ

পূজার আগে নতুন চমক দিলেন সৃজিত মুখোপাধ্যায়। দর্শকদের জন্য তার উপহার ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র নয়া সিজনের পোস্টার। এ বারের গল্প ‘ভূস্বর্গ ভয়ংকর’। গত ২০ সেপ্টেম্বর নতুন পোস্টারটি প্রকাশ্যে এনেছেন সৃজিত। আর তা দেখেই যেন দর্শকদের উত্তেজনা বাঁধ মানছে না। কবে দেখা যাবে নতুন সিজন? তার উত্তর অবশ্য এখনো মেলেনি। তবে ইতোমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে পরিচালকের পোস্ট। এ বার শ্রীনগরসহ কাশ্মিরের বিভিন্ন জায়গায় ঘুরে রহস্যের জট খুলবে ফেলুদা। তার সঙ্গী তোপসে এবং জটায়ু। আর তাদের সঙ্গে জুড়ে যাবে আরো অনেক চরিত্র। সত্যজিৎ রায়ের ছোট গল্প ‘ভূস্বর্গ ভয়ংকর’কে পর্দায় মেলে ধরবেন সৃজিত। হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি। সৃজিতের হাত ধরে ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। লালমোহন বা জটায়ু হয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘তোপসে’ কল্পন মিত্র। নতুন ফেলুদাকে নিয়ে প্রথম থেকেই দর্শকের মধ্যে উদ্দীপনা রয়েছে। সৃজিতের প্রতিটি কাজ নিয়েই চলে চুলচেরা বিশ্লেষণ। ‘ফেলুদা’ও ব্যতিক্রম নয়। প্রশংসা যেমন আছে, তেমনই আছে সমালোচনাও। তবে সে সবের ঊর্ধ্বে গিয়ে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র জন্য অপেক্ষায় দর্শক। আরো একবার ফেলুদার সঙ্গে সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন তারা।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়