হাছান মাহমুদ : সেই নৈরাজ্যের পথেই হাঁটছে বিএনপি

আগের সংবাদ

ভূরাজনীতির ফাঁদে প্রত্যাবাসন! রোহিঙ্গা সংকট নিয়ে এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠক : ৫ বছরে সংকট আরো বেড়েছে

পরের সংবাদ

তালায় মন্দিরের প্রতিমা ভাঙচুর

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালায় রাতের আঁধারে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার ভোরে উপজেলার জেয়ালা নলতা গ্রামের সাহাপাড়ায় একটি মন্দিরে ভাঙচুরের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু। সাহাপাড়া দুর্গা মন্দিরের সভাপতি অসিত সাহা বলেন, রাত ১২টা পর্যন্ত আমাদের কমিটির লোক মন্দিরে পাহারায় ছিল। সকালে মন্দিরে এসে দেখি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। প্রতিমার মাথা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তালা থানার পরিদর্শক আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি যে বা যারা ঘটিয়ে থাকুক উদ্দেশ্যমূলকভাবে ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়