হাছান মাহমুদ : সেই নৈরাজ্যের পথেই হাঁটছে বিএনপি

আগের সংবাদ

ভূরাজনীতির ফাঁদে প্রত্যাবাসন! রোহিঙ্গা সংকট নিয়ে এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠক : ৫ বছরে সংকট আরো বেড়েছে

পরের সংবাদ

গোল্ডেন ডাকের বৃত্তে সাকিব

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম ম্যাচে জ্যামাইকা তাল্লাওয়াসের বিপক্ষে প্রথম বলে আউট হওয়ার পরের ম্যাচেও সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষেও গোল্ডেন ডাক মারেন এই তারকা।
সিপিএল খেলার জন্য আগে থেকেই ছুটি নিয়েছিলেন এই তারকা। গায়না অ্যামাজন ওরিয়ার্সের হয়ে চলতি আসরে জ্যামাইকা তাল্লাওয়াসের বিপক্ষে প্রথম মাঠে নামেন তিনি। সেই ম্যাচে প্রথম বলেই বিদায় নিয়েছিলেন সময়ের সেরা এই অলরাউন্ডার। যদিও বল হাতে একটি উইকেটের দেখা পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচেও ভাগ্য অপরিবর্তিতই রইল তার। বল হাতে ভালো করলেও, ব্যাট হাতে আবারো সেই গোল্ডেন ডাক সঙ্গী হলো তার। বল হাতে ৩৩ রান খরচায় দুই উইকেট নিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সেরা বোলার তিনি। দুটি ম্যাচে শূন্য রানে আউট হলেও জিতেছে তার দল গায়ানা।
টস জিতে ব্যাট করেতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৪ রান করে সেন্ট লুসিয়া কিংস। সেঞ্চুরি করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। ৫৯ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এ ছাড়া নিরোশান ডিকওয়েলা করেন ৩২ বলে ৩৬ রান।
গায়ানার হয়ে সাকিবের দুই উইকেটের পাশাপাশি রোমারিও শেফার্ড, ইমরান তাহির এবং ওডেন স্মিথ একটি করে উইকেট নেন। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রহমানউল্লাহ গুরবাজের ২৬ বলে ৫২, শাই হোপের ৩০ বলে ৫৯ এবং শিমরন হেটমারের ২৮ বলে ৩৬ রানে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় গায়ানা। প্রোটিয়া স্পিনার তাবরেজ শামসির বদলি হিসেবে গায়ানা শিবিরে যোগ দিয়েছিলেন সাকিব। সেন্ট লুসিয়ার ইনিংসে সাকিব বোলিংয়ে এসেছিলেন পঞ্চম ওভারে। এক ছক্কা ও চারে ১১ রান দিয়ে শুরু করলেও নিজের দ্বিতীয় ওভারে মাত্র ৭ রান দেন। ইনিংসের ১৫ ও ১৭তম ওভারে গিয়ে পেয়েছেন উইকেটের দেখা। ১৫তম ওভারে অ্যাডাম হোজকে তুলে নেয়ার পাশাপাশি দিয়েছেন মাত্র ১ রান। পরের ওভারে ১৪ রান দিলেও তুলে নেন ডেভিড ভিসকে।
জ্যামাইকা তাল্লাওয়াসর বিপক্ষে জয়ের ম্যাচে যেমন চারে ব্যাট করেছিলেন, তেমনি পরের ম্যাচেও চারে নামেন। গুরবাজ নবম ওভারে আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন তিনি। অফ স্পিনার মার্ক ডেয়ালের আর্মার ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন সাকিব। নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে এর আগে জ্যামাইকার বিপক্ষে প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে ড্রেসিংরুমে ফিরতে হয়েছিল সাকিবকে। সেই ম্যাচে হোপের ৪৫ বলে ৬০ এবং ওডেন স্মিথের অপরাজিত ১৬ বলে ৪২ রানে ভর করে ৮ উইকেটে ১৭৮ রান তোলে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। জ্যামাইকার হয়ে ব্রেন্ডন কিং ৬৬ বলে ১০৪ রানের ইনিংস খেললেও লাভ ১৬৬ রানে অলআউট হয় তারা। ফলে ১২ রানে হারে জ্যামাইকা তালাওয়াস। সেখানে ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট নেন সাকিব।
সাকিবকে জ্যামাইকার ইনিংসে দ্বিতীয় ওভারে বোলিংয়ে আনেন গায়ানা অধিনায়ক শিমরন হেটমার। প্রথম বলেই তাকে ছক্কা মেরে স্বাগত জানান জ্যামাইকা ওপেনার কেনার লুইস। ওই ওভারে ৮ রান দেন সাকিব। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে বোলিংয়ে এসে দেন ১১ রান। সে ওভারেও তাকে ছক্কা হাঁকিয়েছেন কির্ক ম্যাকেঞ্জি। জ্যামাইকার ইনিংসে ১৩তম ওভারে নিজের তৃতীয় ওভারটি করেন সাকিব। সে ওভারেও ব্র্যান্ডন কিংয়ের কাছে ছক্কা হজমসহ দিয়েছেন ৯ রান। শুধু নিজের শেষ ওভারে সাকিব কোনো ছক্কা হজম করেননি। ১৬তম ওভারে বোলিংয়ে এসে ২ রানে নিয়েছেন ১ উইকেট।

আগামী ২৬ সেপ্টেম্বর বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল। সেই ম্যাচে সাকিব কেমন পারফম্যান্স করবে সেদিকে তাকিয়ে থাকবে সাকিব প্রেমিরা। যদিও লিগে খুব ভালো অবস্থানে নেই তার দল। ৮ ম্যাচে ৩ জয়, ৪ হার ও এক ম্যাচের পরিত্যাক্ত পয়েন্টে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নাম্বারে অবস্থান করছে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স। দুর্নামেন্টের বাকি ম্যাচগুলো জিতলেও বড় কোনো অঘটন না ঘটলে দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে না সাকিব-হেটমাররা। তবে সিপিএলে সাকিবের অতীত ইতিহাস বেশ সমৃদ্ধ। এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩০ ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ৩৫৪ রান। পাশাপাশি বল হাতে সাকিব নিয়েছেন ২৯ উইকেট। এছাড়া ২০১৩ সালের আসরে এক ম্যাচে মাত্র ৬ রানে ৬ উইকেট নেন সাকিব। যা এখনও সিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়