এসপি হলেন পুলিশের ৪৭ কর্মকর্তা

আগের সংবাদ

সাশ্রয়ের নামে নিম্নমানের বই! : ছাপানো শুরু হয়নি, বছরের প্রথমদিন সব শিক্ষার্থীর বই পাওয়া অনিশ্চিত

পরের সংবাদ

সোনালী ব্যাংক : ওয়ান ব্যাংকের সঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চুক্তি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ওয়ান ব্যাংক লিমিটেডের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ওকে ওয়ালেটের সোনালী পেমেন্ট গেটওয়েতে অন্তর্ভুক্তি এবং সোনালী ব্যাংকের হিসাবধারীর অ্যাকাউন্টের সঙ্গে ওকে ওয়ালেটের লিংক অ্যাকাউন্ট সার্ভিস চালুর লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড ও ওয়ান ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ২১ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং ওয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. মনজুর মফিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, ওয়ান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জন সরকার, অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক এ বি এম সাইফ সারোয়ার ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার পারুল দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়