এসপি হলেন পুলিশের ৪৭ কর্মকর্তা

আগের সংবাদ

সাশ্রয়ের নামে নিম্নমানের বই! : ছাপানো শুরু হয়নি, বছরের প্রথমদিন সব শিক্ষার্থীর বই পাওয়া অনিশ্চিত

পরের সংবাদ

বে লিজিংয়ের কারসাজি তদন্তে বিএসইসি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বে লিজিংয়ের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের আর্থিক প্রতিবেদনের কারসাজি খতিয়ে দেখতে তদন্ত করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানটি ২০২১ সালের প্রথম ৯ মাসে মুনাফা দেখিয়েছে। আবার শেষ ৩ মাসে ব্যাপক লোকসান দেখিয়েছে। অস্বাভাবিক এই উত্থান এবং পতনের পেছনে কোনো কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখতে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। তিন সদস্যের কমিটিতে রয়েছেন-উপপরিচালক কাজী আল-ইসলাম এবং সহকারী পরিচালক কাউসার আলী ও আতিকুর রহমান। তদন্ত কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কোম্পানির তথ্য মতে, বে লিজিং ২০২১ সালের প্রথম ৯ মাসে অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ২ দশমিক ৭৫ টাকা। কিন্তু ১২ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি লোকসান দেখিয়েছে ৯৯ পয়সা। অর্থাৎ বছরের চতুর্থ প্রান্তিকে লোকসান দেখিয়েছে ৩ দশমিক ৭৪ পয়সা। যার আলোকে কমিশন গতকাল তদন্ত কমিটি গঠন করল। ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে আর্থিক খাতের বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়