এসপি হলেন পুলিশের ৪৭ কর্মকর্তা

আগের সংবাদ

সাশ্রয়ের নামে নিম্নমানের বই! : ছাপানো শুরু হয়নি, বছরের প্রথমদিন সব শিক্ষার্থীর বই পাওয়া অনিশ্চিত

পরের সংবাদ

বেলাভূমি ছুঁয়ে যাও তুমি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নির্ভার সাগরের আহ্বানে একদিন গিয়েছিলাম
মৌন পাহাড়ের দেশে।
চারদিকে বুনোফুল, সলাজ ঘাসের বিছানা।
নীলাকাশ ঠিকানা বলে দিয়েছিল ঠিকঠাক।

অপরাহ্নে রোদের ঝিলিক খুব করে গেঁথেছিল পাহাড়ের গায়।
আমি আবেগ-আপ্লুত মুনিয়া পাখির মতো
পাহাড়ের গা ঘেঁষে উঠে-আসা সমুদ্রের ঢেউ গুনি।
গুনতে-গুনতে হারিয়ে যাই অচেনা নগরীর আলস্যে।

সাইপ্রাস টেকনাফ টোকিও কিংবা তুমি
এখনো আমার না-পড়া ইতিহাস যেন।
ঐকান্তিক ইচ্ছায়ও হিসেব মেলে না কিছুতেই।
সরলীকরণের অসম বিন্যাসে
ধ্বংসস্তূপে পরিণত হয় গণিতের খাতা।

ইতিহাস কি বদলায়
নাকি বদলাও তুমি?
অগণন ব্যথা হয়ে এখনো ছুঁয়ে যাও নাকি
হৃদয়ের বেলাভূমি?

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়