এসপি হলেন পুলিশের ৪৭ কর্মকর্তা

আগের সংবাদ

সাশ্রয়ের নামে নিম্নমানের বই! : ছাপানো শুরু হয়নি, বছরের প্রথমদিন সব শিক্ষার্থীর বই পাওয়া অনিশ্চিত

পরের সংবাদ

বিইউপি : অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গত মঙ্গলবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স পরিচালিত ইকোনমিকস ক্লাব গত মঙ্গলবার ‘এবড়বপড়হড়সরপং রহ ঞযব অভঃবৎসধঃয ড়ভ ঈড়ারফ-১৯ ধহফ জবপবহঃ এবড়ঢ়ড়ষরঃরপধষ ঞবহংরড়হং : ঞৎধফব ওসঢ়ষরপধঃরড়হং ভড়ৎ ইধহমষধফবংয’ শীর্ষক সেমিনারের আয়োজন করে। বিইউপির বিজয় অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কোভিড পরবর্তী ইউক্রেন যুদ্ধ ও সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে আমাদের অর্থনীতির চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে তরুণদের মনকে জাগিয়ে তোলার আলোচনা করতে ওই সেমিনারের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপউপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান লে. কর্নেল মো. শামসুল কবীর, পিএসসি, আর্টি এর সঞ্চালনায় অনুষ্ঠানটির প্রবন্ধ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চড়ষরপু জবংবৎপয ওহংঃরঃঁঃব (চজও) এর রিসার্চ ডাইরেক্টর ড. এম এ রাজ্জাক।
সেমিনারে অন্যদের মধ্যে বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, অনুষদ সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়