এসপি হলেন পুলিশের ৪৭ কর্মকর্তা

আগের সংবাদ

সাশ্রয়ের নামে নিম্নমানের বই! : ছাপানো শুরু হয়নি, বছরের প্রথমদিন সব শিক্ষার্থীর বই পাওয়া অনিশ্চিত

পরের সংবাদ

জাহাজের স্ক্র্যাপ চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ডঘাট এলাকায় অভিযান চালিয়ে লাইটারেজ জাহাজের স্ক্র্যাপ চুরির সময় ১২ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গত বুধবার রাতে সদরঘাট নৌ থানার টহলদল কর্ণফুলী নদীর ডায়মন্ডঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
নৌ-পুলিশ সূত্র জানায়, অভিযানে লাইটারেজ জাহাজ এমভি টিটু-৭ থেকে আমদানিকৃত স্ক্র্যাপ চুরির সময় জাহাজের মাস্টারসহ চোর চক্রের ১১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক হাজার ২৫০ কেজি আমদানিকৃত স্ক্র্যাপ, ওয়ার সিল কাটার যন্ত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। আটক ৯ জনসহ ১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৪০), মো. মোক্তার হোসেন (৩৭), মো. নাজমুল হাসান (২৪), মো. রাজিব খলিফা (২৫), মো. করিম উদ্দিন (২২), আব্দুর রহিম (৩০), মো. জাহিদ (২১), মো. কালাম (৩৮), মো. আব্দুল (২৪), মো. ইদ্রিস (৩৫), সাজ্জাদ (২৩), মো. আবু তাহের প্রকাশ আকাশ (২৪)।
সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, কর্ণফুলী নদীর ডায়মন্ডঘাট এলাকায় অভিযান চালিয়ে লাইটারেজ জাহাজের স্ক্র্যাপ চুরির দায়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়