এসপি হলেন পুলিশের ৪৭ কর্মকর্তা

আগের সংবাদ

সাশ্রয়ের নামে নিম্নমানের বই! : ছাপানো শুরু হয়নি, বছরের প্রথমদিন সব শিক্ষার্থীর বই পাওয়া অনিশ্চিত

পরের সংবাদ

ও নদী ও নারী

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ও নদী তুমিতো বয়েই চলো নিরবধি,
সয়ে যাও সব। তবে কেন
নিষিক্ত পলিতে জাগাও উর্বর চর!
ও নারী তুমিতো নদীর মতো,
তোমার নিঃসর্গের পেলবতায় সাঁতার কেটে
জলজ ঢেউ তুলে তুলে কেমন
অনায়াসে পৌঁছে যায় আর
তৃষিত মাঠে বপন করে শস্যবীজ।

ও নদী ও নারী কেমন পুলকে ভাসে দেখ
পাল তোলা নাও- জলে ও মননে,
বৈঠার ছন্দে দ্যুলে নান্দনিক ঢেউ,
বয়সি মাঝি জানে নদীর টিকুজি
গলুইয়ে নিশ্চিন্তে ঘুমায় ঋতুবতী নারী।

ও নদী ও নারী একটুখানি চেয়ে দেখ,
ভাঙন ও চোরাস্রোত কেমন নিপুণতায়
ব্যারিকেট দেওয়াল তুলেছে সারি সারি।
অথচ কি আশ্চর্য নিরুদ্বিগ্ন
তোমরা দু’জন যেন মগ্ন ধ্যানী সন্ন্যাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়