রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাস্তার উদ্বোধন
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : মহাদেবপুরে এলজিইডির অর্থায়নে নবনির্মিত পাকা রাস্তার উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এদিন উপজেলার এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মুগরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি। বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আফজাল হোসেন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথিসহ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদন, জেলা আওয়ামী লীগের সদস্য বাবু অজিত কুমার মণ্ডল প্রমুখ।

ঢেউটিন বিতরণ
বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর জলাশয়ে ২০২২-২০২৩ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্ত করা হয়। গতকাল বুধবার বিকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ হাওর বিলাশ সংলগ্ন খরচার হাওরের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদি হাসানের সার্বিক তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুমান হাসান প্রমুখ।

দুর্যোগ বিষয়ে কর্মশালা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ভাঙ্গায় দিনব্যাপী আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত কর্মশালায় সমাজের নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। কর্মশালায় বক্তরা বর্তমান বিশ্বে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়া নিয়ে নানা ধরনের বক্তব্য তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান প্রমুখ।

মাসিক সভা
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান, পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, মডেল থানা অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আহসান হাবীব, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী তোফায়েল আহাম্মেদ প্রমুখ।

প্রস্তুতিমূলক সভা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কটিয়াদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও খানজাদা শাহরিয়ার বিন মান্নানের সভাপতিত্বে সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ডা. মোহাম্মদ মুশতাকুর রহমান, মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বেনী মাধব ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শেখর কান্তি সাহা, সদস্য সচিব দুলাল চন্দ্র বর্মণ ও সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়