রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

সংবাদপত্র পরিবহন মালিকদের নেতা সালামের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম (৫৮) মারা গেছেন। গত মঙ্গলবার বেলা ২টা ৩০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে মো. আবদুস সালাম নিউ চাঁদনী পরিবহনের মালিক ছিলেন। মঙ্গলবার বাদ মাগরিব আদাবরে (শ্যামলী) প্রথম জানাজা শেষে আবদুস সালামের মরদেহ গ্রামের বাড়ি ঝালকাঠি নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মো. আবদুস সালামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন, ঢাকা সংবাদপত্র হকার্স ও সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সংবাদ পরিবহন মালিক সমিতি এবং বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশনের নেতারা। এছাড়া তার মৃত্যুতে ভোরের কাগজ পরিবারও গভীর শোক করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়