রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

বেজার সঙ্গে ৬ প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর : বিনিয়োগের বড় দুয়ার খুলছে অক্টোবরে

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের বড় বিনিয়োগের দুয়ার খুলছে আগামী মাসে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বেজার আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডসহ আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি শিল্পের বাণিজ্যিক উৎপাদন আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে জানিয়েছে বেজা।
বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন, মিরসরাইতে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্প নগর নির্মিত হচ্ছে। এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে। তিনি উল্লেখ করেন, বিরানভূমি আজ শিল্পের পদচারণায় সমৃদ্ধ হয়ে উঠছে, সেই সঙ্গে দ্রুত শিল্প স্থাপনের জন্য গ্যাস, বিদ্যুৎসহ সব সেবা দেয়ার প্রয়োজনীয় কার্যক্রম বেজা সাধ্যমত সম্পন্ন করছে। তিনি আরো বলেন, সাবরাং ট্যুরিজম পার্কটিকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্র স্থাপনের জন্য বেজা ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাহী চেয়ারম্যান সভায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর বেজার আওতাধীন বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডসহ আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি শিল্পের বাণিজ্যিক উৎপাদন উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বেজা কার্যালয়ে গতকাল বুধবার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা জানান বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দুই অর্থনৈতিক অঞ্চলে ৪৫৬ দশমিক ৭২ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে। ৪টি স্বনামধন্য গ্রুওপর ৬টি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত জমির পরিমাণ ১৭ একর। প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম শুরু করলে প্রস্তাব অনুযায়ী ৮ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছে বেজা। প্রতিষ্ঠানগুলো হচ্ছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইফাদ মোটর্স, ডার্ড গ্রুপ এবং ইস্ট ওয়েস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস (প্রাইভেট) লিমিটেড।
বেজার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী সদস্য (প্রশাসন ও অর্থ) আব্দুল আজিম চৌধুরী। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে মুহাম্মদ হালিমুজ্জামান, ইফাদ মোটর্স লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমদ, ডার্ড গ্রুপ এর পক্ষে পরিচালক মিজ সেঁজুতি দৌলাহ এবং ইস্ট ওয়েস্ট ট্রাভেলস এন্ড ট্যুরস (প্রাইভেট) লিমিটেড-এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশে তাদের প্রথম কারখানা স্থাপন করে ১৯৯৬ সালে। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রতিষ্ঠানটি প্রথম পর্যায়ে ৩০ একর জমিতে তাদের দ্বিতীয় শিল্প স্থাপনের কাজ শুরু করেছে। উল্লিখিত জমির সঙ্গে আরো ১০ একর যুক্ত হওয়ার ফলে সামগ্রিকভাবে ৪০ একর জমিতে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হবে বলে প্রতিষ্ঠানটি আশা করছে। এ সার্বিক কর্মকাণ্ডে প্রায় ৭০০০ মানুষের কর্মসংস্থান হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইফাদ মোটর্স লিমিটেড বাংলাদেশের ইফাদ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। ইফাদ গ্রুপ ভোক্তা পর্যায়ে খাদ্যপণ্য প্রস্তুত এবং বাণিজ্যিক যানবাহন ব্যবসায় বিশেষভাবে পরিচিত। সাবরাং ট্যুরিজম পার্কে ৩৭০ কক্ষ বিশিষ্ট একটি ১০তলা ৩ তারকা হোটেল নির্মাণ ও পরিচালনা, বিনোদন ও কনভেনশন সেন্টার নির্মাণের জন্য ইফাদ মোটরস লিমিটেডের বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে। তাদের বিনিয়োগ প্রস্তাব থেকে জানা যায়, এতে প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে এবং ৩ শতাধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া ইফাদ গ্রুপ ইতঃপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরেও ১০ একর জমিতে বিনিয়োগ করেছে। ডার্ড গ্রুপ ১৯৮৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। গার্মেন্টস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, অবকাঠামো, সফটওয়্যার এবং কৃষি খাতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে। সাবরাং ট্যুরিজম পার্কে গ্রুপটির তিনটি প্রতিষ্ঠান ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, দিপ্ত গার্মেন্টস লিমিটেড ও ডার্ড গার্মেন্টস লিমিটেড যথাক্রমে ২ একর, ২ একর এবং ১ একর করে তিনটি প্লটে হোটেল, মোটেল, কটেজ ও রিসোর্ট স্থাপন করবে। সামগ্রিকভাবে প্রতিষ্ঠানটি প্রায় ৩৮ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে আশা করা যাচ্ছে। এতে প্রায় ৭০০ কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া ইস্ট ওয়েস্ট ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (প্রাইভেট) লিমিটেড সাবরাং ট্যুরিজম পার্কে ১ একর জমিতে হোটেল স্থাপনের জন্য বিনিয়োগ প্রস্তাব জমা দেয়। এতে প্রায় ২ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ এবং ২০০ কর্মসংস্থান সৃষ্টি হবে মর্মে বিনিয়োগ প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মিরসরাই ও ফেনী জেলার সোনাগাজী উপজেলায় প্রায় ৩০০০০ একর জমির উপর একটি পূর্ণাঙ্গ শিল্প শহর- ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর’ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এ শিল্প নগরে বিশ্বমানের সব সুবিধাদি থাকবে যেমন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সমুদ্র বন্দর, কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা/পানি শোধনাগার, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল ইত্যাদি। এ লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় সংযোগ সড়ক, ভূমি উন্নয়ন এবং প্রতিরক্ষা বাঁধ, ব্রিজ নির্মাণ, গ্যাস সংযোগ লাইনসহ বিনিয়োগ বান্ধব সব স্থাপনা নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
অপরদিকে, সাবরাং ট্যুরিজম পার্ক বাংলাদেশের সর্ব দক্ষিণে টেকনাফ উপজেলার সাগর তীরে অবস্থিত। এ ট্যুরিজম পার্কে মোট জমির পরিমাণ ৯০০ একরের বেশি। পাহাড় ও সাগরের বৈচিত্র্যময় দৃশ্য, সুদীর্ঘ বালুকাময় সৈকত এ স্থানকে সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত করেছে। সাবরাং ট্যুরিজম পার্কটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের ট্যুরিজম খাতে এক নতুন দিগন্ত উন্মোচন হবে এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৩৫ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দেশি বিদেশি পর্যটকের পাশাপাশি স্থানীয় পর্যটকদের ট্যুরিজম পার্কে আরো বেশি আকৃষ্ট করার লক্ষ্যে মাস্টারপ্ল্যানে পার্কের বিভিন্ন স্থানে ফুড কর্নার, সমুদ্র তীরে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত মঞ্চ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রকৃতি প্রেমিকদের জন্য রিজার্ভ ফরেস্ট, বিনোদন কেন্দ্র, দেশীয় পণ্যের স্টল প্রদর্শনের স্থান, শিশুদের খেলার পার্ক, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড, বোটানিক্যাল গার্ডেন ও এ্যাকুয়ারিয়াম ইত্যাদি প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়