রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

বগুড়ায় ৬৭৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বগুড়া প্রতিনিধি : জেলার ১২টি উপজেলায় এবার ৬৭৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বগুড়া পৌর এলাকার ৫৮টি মণ্ডপ রয়েছে বলে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় জানিয়েছেন। এদিকে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পূজা মণ্ডপ এলাকায় নেয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। গত মঙ্গলবার বিকাল ৪টায় পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, দুর্গাপূজায় যেকোনো অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে বগুড়ায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ মন্দিরের তালিকা করে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ডিজিএফআই এর ডিডি কলিমুজ্জামান, এনএসআই এর ডিডি মেজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, র‌্যাব-১২ এর বগুড়ার সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, আনসার কমাডেন্ট কাওসার জাহান, বগুড়া জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সাগর কুমার রায় প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়