রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে আরো ৪৩১ জন

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে একদিনে ভর্তি হয়েছেন ৪৩১ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত নতুন ৪৩১ রোগীর মধ্যে ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাইরে ১০৩ জন। বর্তমানে সারাদেশে ১ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১৯০ জন এবং ঢাকার বাইরে ৩৬৭ জন।
এ বছর ১ জানুয়ারি থেকে গতকাল ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২ হাজার ৪৩৮ জন। এর মধ্যে ঢাকায় ৯ হাজার ৭১১ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৭২৭ জন। এ পর্যন্ত ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৮৩৫ জন। এর মধ্যে ঢাকায় ৮ হাজার ৫০০ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৩৩৫ জন। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৬ জনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়