রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

টিএসসির ক্যাফেটেরিয়ার বেহাল দশা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

টিএসসিসি (শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র) সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হলেও এখানে নেই পর্যাপ্ত সুবিধা, রয়েছে নানা ধরনের অসুবিধা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকাল থেকে দুই যুগের অধিক সময় পার হলেও সুপেয় পানি এবং মানসম্মত স্যানিটেশনের অভাব রয়েই গেছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়া টিএসসিরই অংশ। ক্যাফেটরিয়ার সামনের চত্বরে একটি টিউবওয়েল থাকলেও সেটি ব্যবহার অনুপযোগী। টিউবওয়েলের সঙ্গেই আটকে আছে বিভিন্ন লতাপাতা, নিচের পরিবেশটা ও স্যাঁতস্যাঁতে। পানি নিষ্কাশনের জন্য সুব্যবস্থা না থাকার কারণে এমন সমস্যা সৃষ্টি হয়েছে। ক্যাফেটরিয়া চত্বরের সামনের অংশে সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ফুলের গাছগুলো লাগানো হয়েছিল, সময়ের ব্যবধানে তা আজ জঙ্গলে রূপ নিয়েছে। ক্যাফেটরিয়াতে অনেক টয়লেট থাকলেও তার একটিও ব্যবহার উপযোগী নয়। দীর্ঘদিন ধরে সংস্কার করার পরও এখনো তালাবদ্ধ। তার মধ্যে কিছু কিছু টয়লেটে পানি থাকে না। উপরোক্ত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সাজ্জাদ হুসাইন : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়