রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

চাটমোহরে সামাজিক সম্প্রীতি সমাবেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদের আয়োজনে চাটমোহর সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী এস এস মোজাহারুল, চাটমোহর মহিলা কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ইগনাসিউস গমেজ, সাংবাদিক রহমান জুয়েল প্রমুখ।
সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের মধ্যে চাটমোহর উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে যার যার ধর্ম নিয়ে শান্ত পরিবেশ বজায় রাখার দায়িত্ব সবারই। সামাজিক সম্প্রীতি নষ্ট যাতে না হয় সেদিকে সজাগ থাকতে হবে। আগামী দুর্গোৎসব যাতে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সবার সজাগ থাকতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়