রাজপথ বিএনপির বাপ-দাদার সম্পত্তি নয় : কাদের

আগের সংবাদ

সাফ জয়ীদের লাগেজ ভাঙল কে

পরের সংবাদ

কৌতুক অভিনেতা রাজু আর নেই

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : মৃত্যুর কাছে হার মানলেন জনপ্রিয় কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। বুধবার সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মারা যান রাজু। তার বয়স হয়েছিল ৫৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রাজু।
জানা যায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ব্যায়াম করার সময় আচমকাই বুকে ব্যথা শুরু হয় তার। এর পরই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। রাজু শ্রীবাস্তব ছিলেন হাসির জাদুকর। তিনি স্টেজে এসে দাঁড়ালেই দর্শকদের মুখে হাসি ফুটে উঠত। বলিউডের টানেই মুম্বাইয়ে পাড়ি দেন রাজু। বলিউডে তিনি পা রাখেন ‘তেজাব’ ছবির মাধ্যমে। এরপর তিনি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বিগ ব্রাদার’সহ মোট ১৬টি ছবিতে কাজ করেছিলেন। ১৪টি টেলিভিশন শোতে কাজ করেছেন রাজু।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়