করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

মুরাদনগর : ২৬ হাজার জাল টাকাসহ আটক ১

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজারে ২৬ হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (৩০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দারোরা বাজার থেকে মুরাদনগর থানা পুলিশ তাকে আটক করে।
আটককৃত মেহেদী হাসান কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মনির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে উপজেলার দারোরা বাজারে সালাউদ্দিন বেডিং নামে বিকাশ দোকানে কিছু টাকা বিকাশ করতে আসেন মেহেদী হাসান। দোকানদারের কাছে মেহেদীর টাকা জাল বলে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে তার কাছ থেকে এক হাজার টাকার নোটের ২৬ হাজার টাকা জব্দ করা হয়। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বিষয়টি স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনারস্থল থেকে মেহেদীকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়