করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

বরগুনার বুড়িরচর : এক মাসে সাপের দংশনের শিকার ৪০, মৃত ২

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলার বুড়িরচর এলাকায় সাপের কামড়ে আহত হয়েছেন প্রায় ৪০ জন। এর মধ্য দুজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়িরচর গ্রামের জামালের স্ত্রী রুকছানা এবং একই এলাকার জাহাঙ্গীর। বর্তমানে এলাকায় সাপের ভয়ে রাতে বিছানায়ও ঘুমাতে পারছে না মানুষ। আতঙ্কে মাঠে কাজ করতে যেতে পারছেন না কৃষকরা। স্কুলেও যেতে পারছে না ছাত্রছাত্রীরা। গত এক মাসে প্রতিদিন ৪ থেকে ৫ জনকে সাপে কামড়াচ্ছে। এর মধ্যে দুজন মারা যাওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। সাপে কাটা রোগী হাসপাতালে নিয়ে গেলে ভ্যাকসিন নেই বলে বরিশাল পাঠিয়ে দেয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীদের। অন্যদিকে বরিশাল নিয়ে যাওয়ার আগেই রোগী মৃত্যু বরণ করে। বুড়িরচর ইউনিয়নের সেলিম, রুবেল, সবুজ, সগিরসহ অনেকে জানান, হঠাৎ করেই সাপের উৎপাত বেড়েছে। ক্ষেতে কাজ করতে গিয়েও কয়েকবার সাপের ধাওয়া খেয়েছেন তারা। এখন ভয়ে কাজ করতে পারছেন না! সাপে কাটা রোগীদের সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা এবং ভ্যাকসিন ও জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে প্রশাসনের উদ্যোগ চেয়েছেন ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। বরগুনার সিভিল সার্জন মোহাম্মদ ফজলুল হক বলেন, সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনমের সরবরাহ আছে। স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়