করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

নওগাঁয় মন্দিরে আগুন ও মূর্তি ভাঙার অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার একটি গ্রামে গত সোমবার মধ্যরাতে মন্দিরে আগুন ও মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
মন্দিরের পুরোহিত বাদল চন্দ্র বর্মন জানান, উপজেলার আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান মৃত আব্দুল গোফ্ফার সরকার তাদের বসবাসের জন্য ভেড়ম পশুরামপুর গ্রামে ২৩ শতক জমি দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তারা সেখানে বসবাস করে আসছেন। বাড়ির এক কোণায় একটি কালি মন্দির স্থাপন করা হয়েছে।
সম্প্রতি গোফ্ফার সরকারের অংশীদার আসাদুজ্জামান সরকার ওই জমি দখলের জন্য ১৯ জনকে আসামি করে মামলা করেন। আজ বুধবার মামলার তারিখ ধার্য রয়েছে। এরই মধ্যে গত সোমবার মধ্যরাতে মন্দিরে অগ্নিসংযোগ ও কালি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে। সরজমিনে দেখা গেছে, মন্দিরের ভেতর মূর্তির মাথাটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ধামইরহাট থানার এসআই মোকারম হোসেন ও তদন্তকারী পুলিশ কর্মকর্তা আব্দুল গনি। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার মো. রাশেদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজীউর রহমান, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় নেতা বৈদ্যনাথ কর্মকার, রামজনম রবিদাস, খোকা মাহাতো ও রমনী কান্ত সেখানে যান। পরে ৩ জনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেন শুকিল চন্দ্র বর্মন। অভিযুক্তরা হলেন- আসাদুজ্জামান সরকার, মাসুদুর রহমান সরকার ও বর্গাচাষি শহিদুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়