করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

ঢাবির ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেলেন ১১ শিক্ষার্থী

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় সেরা ১১ শিক্ষার্থীকে ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ দেয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কন্যা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলীর স্ত্রী অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। ২০০৬ সাল থেকে তার স্মরণে পরিবারের পক্ষ থেকে বিভাগে অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার প্রবর্তন করা হয়।
চার বছরের স্নাতকের চূড়ান্ত ফলাফলে মেধাতালিকার সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে এই পুরস্কার দেয়া হয়। কখনো একাধিক শিক্ষার্থী একই নম্বর পেলে পুরস্কারপ্রাপ্তির সংখ্যাটি ১০-এর বেশি হয়।
এবার পুরস্কার পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১১ শিক্ষার্থী। তারা হলেন- ইশরাক সাব্বির নির্ঝর, আরউইন আহমেদ মিতু, ইশরাত জাহান প্রমি, জোবায়ের আহমেদ, কৌশিক এইচ হায়দার, মীর সাদ্দাম হোসেন, মো. মুজাহিদুল ইসলাম, আবু নোমায়ের সা’দ, তাসনোভা আরেফিন, জান্নাতুল নাঈম পিয়াল ও তামারা ইয়াসমিন তমা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, অধ্যাপক সিতারা পারভীন অত্যন্ত মানবিক মূল্যবোধের একজন মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে তিনি সদালাপী, বন্ধুবাৎসল ও একই সঙ্গে মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তার অকৃত্রিম ও গভীর মূল্যবোধকে শিক্ষার্থীদের মাঝে গভীরভাবে প্রবেশ করাতে হবে। শিক্ষার্থীরা সেগুলোকে ধারণ করলেই একদিকে যেমন অধ্যাপক সিতারা পারভীনের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উৎকৃষ্ট পন্থা হবে অন্যদিকে এটার যারা দাতা আছেন তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সফল হবে।
তিনি আরো বলেন, সফলতার সঙ্গে মূল্যবোধের সমন্বয় ঘটানো গেলেই সেটি প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে এবং সে বিষয়টিতে শিক্ষার্থীদের গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ সিতারা পারভীন পুরস্কারের দাতা গোষ্ঠীকে ধন্যবাদ ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, অধ্যাপক সিতারা পারভীন ছিলেন মানুষ গড়ার কারিগর। আমি তাকে ক্লাস রুমে পেয়েছি, তিনি চমৎকারভাবে পড়াতেন। পাঠদানের দক্ষতার পাশাপাশি তিনি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ ছিলেন।

বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অধ্যাপক সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার এবং ধন্যবাদ জানান অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান এবং বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়