করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

ছাতক ভূমি কার্যালয় ঘুস লেনদেন করায় সার্ভেয়ার বরখাস্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ঘুস লেনদেনের অভিযোগে সার্ভেয়ার এ ডি এম রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে জেলা রেভিনিউ শাখার ডেপুটি কালেক্টরকে দিয়ে তদন্ত কমিটিও করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসলাম উদ্দিন বলেন, রুহুল আমিনকে বরখাস্তের পাশাপাশি তদন্ত চলমান রয়েছে। জেলা রেভিনিউ শাখার ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়