করোনা পরিস্থিতি : সংক্রমণের হার ১১.৬০ শতাংশ

আগের সংবাদ

খোলা ছাদে খুশির নিনাদ : মেয়েদের ঘিরে শোভাযাত্রায় লাখো মানুষ

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষক : তোমরা গতকাল প্রিন্সিপাল স্যারের বাসার পাশ থেকে আম চুরি করে খেয়েছ?
ছাত্র : জি না, স্যার!
শিক্ষক : সত্যি করে বলো, পরে জানতে পারলে কিন্তু কলেজ থেকে বের করে দেব।
ছাত্র : না স্যার, আমরা খাইনি।
শিক্ষক : দেখো, আমরা কিন্তু সব রুম চেক করব, কারো রুমে যদি বাকল বা বিচি পাই, তাহলে কিন্তু খবর আছে!
ছাত্র : সমস্যা নেই, সব বাইরে ফেলে দিয়েছি।

২.
পড়া ফাঁকি দেয়া ছাত্রকে পাকড়াও করলেন শিক্ষক-
শিক্ষক : বল, মেঘনা নদী কোথায় প্রবাহিত?
ছাত্র : জমিনের ওপর প্রবাহিত, স্যার?
শিক্ষক : এই ম্যাপের মধ্যে এসে দেখা, মেঘনার জলধারা কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় গিয়ে মিশেছে?
ছাত্র : আপনার মানচিত্র তো কাগজের তৈরি। পানি লাগলেই ভিজে যাবে। সেখানে নদী থাকার কোনো চান্সই নাই!

৩.
ঘুমের ঘোরে হঠাৎ কিছুর আওয়াজে ঘুম ভেঙে গেল গৃহকর্তার-
গৃহকর্তা : কে ওখানে?
চোর : আমি চোর।
গৃহকর্তা : ওখানে কী করিস?
চোর : চুরি করছি।
গৃহকর্তা : চুরি করবি তো কর। কিন্তু হারমোনিয়াম বাজাচ্ছিস কেন?
চোর : আমরা যা নেব সব পরখ করে নিতে বলেছেন সর্দার। তাই হারমোনিয়াম বাজিয়ে নিচ্ছি।
# সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়