স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল : হামলায় ‘অতি উৎসাহী’ কোন কর্মী জড়িত থাকলেই ব্যবস্থা

আগের সংবাদ

ফেনীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চক্ষুশিবির

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : উপজেলার হাজীপুর ইউনিয়নে হাজীপুর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের দপ্তর সম্পাদক হাফেজ ইব্রাহিম আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. জাকির হোসেন। বক্তব্য দেন- সংগঠনের সভাপতি গাজী জাবের আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুক্তাদির চৌধুরী প্রমুখ।

মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : শান্তিপূর্ণ পরিবেশে শারদীয়া দুর্গোৎসব উদযাপনে কুমারখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। সভায় আরো বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন, পূজা উদযাপন পরিষদ নেতা নব কুমার দত্ত, শিশির কুমার বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র এস এম রফিকুল ইসলামসহ অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়