স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল : হামলায় ‘অতি উৎসাহী’ কোন কর্মী জড়িত থাকলেই ব্যবস্থা

আগের সংবাদ

ফেনীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে

পরের সংবাদ

যমুনা ব্যাংক : দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের মিলনমেলা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

যমুনা ব্যাংক লিমিটেডের উদ্যোগে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার অন্যতম শিল্পনগরী ইউজিয়ং এবং আনসান সিটিতে বাংলাদেশিদের অংশগ্রহণে ৩টি মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালনা পর্ষদ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, গাজী গোলাম মূর্তজা এবং মো. মাহমুদুল হক। অনুষ্ঠানে ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে কার্যকরভাবে উদ্বুদ্ধ করেন। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় মৃত বাংলাদেশিদের লাশ দেশে আনার ক্ষেত্রে সার্বিক সহযোগিতায় যমুনা ব্যাংক প্রবাসীদের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করা হয়। আলোচনার মূল বিষয়বস্তু ছিল- নিজ দেশে দ্রুততম সময়ে টাকা পাঠানোর ব্যবস্থা, নতুন একাউন্ট খোলা এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য বিবিধ আকর্ষণীয় ব্যাংকিং সেবা- ডিপোজিট, বিনিয়োগ ইত্যাদি। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়