স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল : হামলায় ‘অতি উৎসাহী’ কোন কর্মী জড়িত থাকলেই ব্যবস্থা

আগের সংবাদ

ফেনীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে

পরের সংবাদ

মাইলস্টোন স্কুলে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল ‘শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া’। ইংরেজি ভাষায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ইংরেজি ভার্সনে অধ্যয়নরত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা।
গত রবিবার উত্তরার ডিয়াবাড়িতে মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত যুক্তির অনুশীলনমূলক বিতর্ক আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইংরেজি ভার্সন জুনিয়র সেকশনের অধ্যক্ষ কর্নেল আফসার আলী (অব.)। বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের (ডিয়াবাড়ি ক্যাম্পাস) প্রধান শিক্ষিকা মিসেস খাদিজা আক্তার। যুক্তি-তর্কের লড়াই শেষে জয় লাভ করে নির্ধারিত বিষয়ের বিপক্ষ দল। সেরা বিতার্কিক নির্বাচিত হন অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া জামান। প্রতিযোগিতার শেষাংশে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কর্নেল আফসার আলী (অব.)। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়