স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল : হামলায় ‘অতি উৎসাহী’ কোন কর্মী জড়িত থাকলেই ব্যবস্থা

আগের সংবাদ

ফেনীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প এখন বিলুপ্তির পথে

পরের সংবাদ

আসছে ‘অ্যাভাটার টু’

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ২০০৯ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরন নির্মিত ‘অ্যাভাটার’ সর্বকালের সেরা আয়কারী সিনেমার রেকর্ড ধরে রেখেছিলো বহু বছর ধরে। কল্পজগতের বিস্ময়কর চিত্রায়নে মুগ্ধ হয়েছিল বিশ্বের দর্শক। দীর্ঘ ১৩ বছর পর আসছে ‘আভাটার টু’। যেটার সাব টাইটেল ‘দ্য ওয়ে অব ওয়াটার’। আগামী ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে এটি। জেমস ক্যামেরন আগেই জানিয়েছেন, ‘অ্যাভাটার’ পাঁচটি সিনেমার ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে কেবল একটি মুক্তি পেয়েছে। বাকি চারটি সিনেমাও তিনি বানাতে চান এবং প্রক্রিয়া চলমান। ‘অ্যাভাটার টু’র টিজার প্রকাশ করার পর নির্মাতা জানান, তৃতীয় কিস্তির কিছু শুটিং এই সিনেমার সঙ্গেই সেরে নিয়েছেন তিনি অ্যাভাটার ফোর’র কাজও শুরু হয়ে গেছে।
ওয়াল্ট ডিজনি কোম্পানির বিশেষ আয়োজন ‘ডি২৩ এক্সপো’তে একটি ভিডিও বার্তার মাধ্যমে সুখবরটি দিয়েছেন নির্মাতা। অনুষ্ঠানে ‘অ্যাভাটার টু’র কিছু দৃশ্য প্রদর্শন করা হয়। তবে ব্যস্ততা থাকায় জেমস ক্যামেরন নিজে সেখানে উপস্থিত হতে পারেননি। তাই ভিডিও বার্তা পাঠান দর্শকের জন্য। সিনেমাটি নিয়ে ‘দুঃসাহসিক অভিযান’ ও ‘অসাধারণ কিছু হতে যাচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ক্যামেরন নিশ্চিত করেছেন যে, ‘অ্যাভাটার থ্রি’র কাজ পুরোদমে চলছে। পাশাপাশি ‘অ্যাভাটার ফোর’র কাজও আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়