হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

হিলিতে বেড়েছে পেঁয়াজের দাম

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪-৭ টাকা করে। আমদানি কমে যাওয়ায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বন্দর সূত্রে জানা গেছে, দুই দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১৮-২০ টাকা দরে বিক্রি হয়েছিল। বর্তমানে তা বেড়ে ২২-২৭ টাকায় উন্নীত হয়েছে। একইভাবে খুচরা বাজারেও পেঁয়াজের দাম বেড়েছে। আগে ১৫-১৮ টাকা বিক্রি হলেও তা বেড়ে ২২ টাকায় উন্নীত হয়েছে। বিক্রেতারা বলেন, আগে আমদানি বেশি ছিল। ভারতীয় পেঁয়াজের সরবরাহও ছিল ঊর্ধ্বমুখী।
গত সপ্তাহে আমরা ভারতীয় পেঁয়াজ ১৫-১৮ টাকা কেজি বিক্রি করেছিলাম। বর্তমানে দাম বাড়তি। প্রতি কেজি ২২ টাকা দরে বিক্রি করছি। এর মূল কারণ বন্দর দিয়ে আমদানি কমে যাওয়া। পাশাপাশি দেশীয় পেঁয়াজের সরবরাহও কম। এদিকে ভারতের বাজারেও দাম বেড়েছে। এসব বিষয় বাজারে প্রভাব ফেলেছে।
এ ব্যাপারে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, আগে বন্দর দিয়ে ৩০-৪০ ট্রাক পেঁয়াজ ঢুকলেও তা কমে ২০-২৫ ট্রাকে নেমেছে। গত বৃহস্পতিবার বন্দর দিয়ে ২৬টি ট্রাকে ৭০৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়