হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন দাবি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদের (সিডও) পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। গতকাল রবিবার বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা মহানগর কমিটির আন্দোলন উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় চাই সিডও সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন’ সংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি মাহাতাবুন নেসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য এ্যারোমা দত্ত, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও বাংলাদেশ অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল আজিজ মিন্টু। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের ঢাকা মহানগরের সহসাধারণ সম্পাদক মঞ্জু ধর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক রেহানা ইউনুস। বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সনদের মধ্যে অন্যতম সিডও সনদ, যাকে বলা হয় উইমেন্স বিল অব রাইটস। সিডও সনদের দুটি ধারায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য নিরসনে আইনের সংস্কার ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া এবং ১৬ (১) (গ) ধারার বিষয়ে ও পারিবারিক আইনে সম-অধিকার বিষয়টি উল্লেখ রয়েছে। সিডও বাস্তবায়ন ছাড়া সমান অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও জানান বক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়