হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

সহজ জয়ে শীর্ষে আর্সেনাল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো দলটি।
ম্যাচের শুরু থেকেই ব্রেন্টফোর্ডকে চাপে রাখে সাকা-জেসুসরা। ফলাফল পায় প্রথমার্ধেই। খেলা শুরুর ১৬ মিনিটে পিছিয়ে পড়ে ব্রেন্টফোর্ড। সালিবা উঁচুতে লাফিয়ে কর্নার থেকে আসা বল জালে জড়ান। গোললাইন প্রযুক্তি ব্যবহার করে দেখতে হয়েছে বল লাইন পেরিয়েছে কিনা। তাই গোল উদযাপনে কিছুটা সময় লেগেছে অতিথিদের। ১-০ তে এগিয়ে যায় আর্সেনাল। ১১ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস। গ্রানিত ঝাকার থেকে চমৎকার হেডে মৌসুমের চতুর্থ গোল করেন এই ব্রাজিলিয়ান। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই তৃতীয় গোলের দেখা পায় তারা। ম্যাচের ৪৯ মিনিটে আবারো সাকার অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান ফ্যাবিও ভিয়েইরা। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আতের্তার দল।
গত মৌসুমে প্রিমিয়ার লিগ ম্যাচে প্রথমবার ব্রেন্টফোর্ড হারিয়েছিল আর্সেনালকে। কিন্তু এই মৌসুমে যে গানাররা বদলে যাওয়া একটি দল, তা টের পেয়েছে হাতেনাতে। ৭ ম্যাচে ৬ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো গানাররা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। আর তিনে রয়েছে টটেনহ্যাম।
অন্যদিকে চলতি মৌসুমের লা লিগায় দারুণ ছন্দে আছে রবার্ট লেভানদোস্কি। তিনি গোল করেই চলেছেন আর বার্সেলোনা জিতেই যাচ্ছে। গত ম্যাচে লেভানদোস্কির জোড়া গোলে লা লিগায় নিজেদের ৬ষ্ঠ জয় পেয়েছে বার্সেলোনা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সন হিউন মিনের হ্যাটট্রিকে বিশাল ব্যবধানে জয় পেয়েছে টটেনহ্যাম।
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হারের পরবর্তী ম্যাচেই জ¦লে উঠলো বার্সেলোনা। লা লিগায় এলচেকে ৩-০ গোলে হারিয়েছে জাভির নেতৃত্বাধীন বার্সেলোনা। খেলা শুরুর প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে বার্সেলোনা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় লেভানদোস্কিকে টেনে ফেলে দেন গনজালো ভেদুর। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ১০ জন নিয়ে খেলতে নামা এলেচে বার্সেলোনার ফরওয়ার্ডদের ঠেকাতে হিমশিম এর পর থেকেই। ফরওয়ার্ডদের ভুলে ২০ থেকে ২৬ মিনিটের মাথায় তিনটি গোল ঠেকিয়ে দেন এলেচের গোলরক্ষক। ম্যাচের ৩৪ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। সতীর্থের বাড়ানো পাস থেকে এলেচের জালে বল জড়ান লেভানদোস্কি। ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি কাতালানদের। ম্যাচের ৪১ মিনিটের মাথায় মেম্পিস ডিপাইয়ের গোলে ২-০ তে লিড নেয় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সেলোনাকে আবারো লিড এনে দেন লেভানদোস্কি। ম্যাচের ৫১ মিনিটে ওসমান দেম্বলের শট ফিরিয়ে দেন এলেচ গোলরক্ষক। তবে বলকে বিপদমুক্ত করতে পারেননি এই গোলকিপার। ফাঁকায় বল পেয়ে নিজের দ্বিতীয ও দলের তৃতীয় গোল আদায় করেন নেন বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেয়া লেভানদোস্কি। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে লা লিগায় গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। ম্যাচের বাকি সময়ে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি বার্সেলোনার ফুটবলাররা। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচ শেষে বার্সেলোনার কোচ জাভি লেভানদোস্কির প্রশংসায় বলেন, রবার্ট লেভানডোভস্কিকে নিয়ে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করে, তা হলো তার মানবিক দিক। সে অনেক পরিশ্রম করে, সে খুব পেশাদার এবং খুবই বিনয়ী। তার গোল করার দক্ষতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা জানতাম সে গোল করবে এবং পার্থক্য গড়ে দেবে। কিন্তু তার মানবিক দিক সত্যিই আমাকে ইতিবাচকভাবে মুগ্ধ করে। সে খুব খুব বিনম্র একজন। সে প্রতিশ্রæতিবদ্ধ এবং ক্ষুধার্ত। তার মতো খেলোয়াড়কে পাওয়া দারুণ।
অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটিকে ৬-২ গোলে হারিয়ে বিশাল জয় পেয়েছে টটেনহ্যাম। টটেনহ্যামের হয়ে হ্যাট্রিক করেন সন হিউন মিন। গত মৌসুমেও দারুণ ছন্দে ছিলেন এই কোরিয়ান। মোহাম্মদ সালাহর সঙ্গে জিতেছিলেন যৌথভাবে শীর্ষ গোলদাতার পুরস্কার। চলতি মৌসুমের শুরু থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। অবশেষে দারুণ এক হ্যাটট্রিক গড়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন সন। লিস্টার সিটির বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না এই তারকা। ম্যাচের ৫৯ মিনিটে ব্রাজিলিয়ান তরুণ রিচার্লিশনকে উঠিয়ে মাঠে নামান সনকে। সুযোগ পেয়ে ১৩ মিনিটের ব্যবধানে করেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ৭৩ মিনিটে প্রথমবারের মতো লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। সেই সাথে ৮৪ এবং ৮৬ মিনিটেও লেস্টরের জালে বল জড়ান এই ফরওয়ার্ড। তাতেই টটেনহ্যাম হটস্পারের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বদলি নেমে হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সন।
এর আগে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লেস্টার। ম্যাচের ৬ মিনিটের মাথায় টটেনহ্যামের খেলোয়াড়রা ডিবক্সে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেয় লেস্টার সিটি। তবে ৮ মিনিটের মাথায় হ্যারি কেইনের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। ১-১ এ সমতা নিয়ে চলতে থাকা ম্যাচে ২১ মিনিটের মাথায় লিড নেয় স্পার্সরা। তবে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে লেস্টার। ৪১ মিনিটে আবারো জালে বল জড়ান লেস্টারের খেলোয়াড়রা। ফলে ২-২ সমতা নিয়ে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো গোলের দেখা পায় কান্তের শিষ্যরা। ৪৭ মিনিটে আবারো এগিয়ে যায় তারা। এরপর রিচার্লিসনের বদলি হিসেবে সন মাঠে নামলে স্পার্সদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৭৩, ৮৪ ও ৮৬ মিনিটে করেন তিন তিনটি গোল। পরে অবশ্য আক্রমণ বাড়িয়েও গোলের দেখা পায়নি লেস্টার সিটি। ফলে ৬-২ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কেইন-সনরা। লা লিগার অপর ম্যাচে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া এবং অ্যাটলেটিকো ক্লাব। এই জয়ে বার্সেলোনা ছয় ম্যাচের পাঁচটিতে জয় এবং এক ড্রয়ে তাদের পয়েন্ট ১৬। ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে টটেনহ্যামের পয়েন্ট ১৭।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়