হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন চাচা-ভাতিজা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সুলতান মিয়া (৪৫) ও সায়েদ আলী (৬৫) নামের চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে বকশিগঞ্জ পৌরসভার সওদাগর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া সওদাগর পাড়ার মৃত কুব্বাত আলীর ছেলে ও তার চাচা সাহেদ আলী ওরফ (সাব মিয়া) মৃত আবেদ আলীর ছেলে। বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর বিষয়টি নিশ্চিত করে জানান, সুলতান মিয়া দুপুরে টিউওবয়েলে গোসল করতে যান। এ সময় বৈদ্যুতিক মটরের সঙ্গে টিউবওয়েল সংযোগ থাকায় বিদ্যুতায়িত হয়ে আটকে থাকে সুলতান। চাচা সাহেদ আলী তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। বকশীগঞ্জ থানা ওসি তরিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়