হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

পশ্চিমবঙ্গের গ্যাংস্টার চরিত্রে মোশাররফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গ্যাংস্টার হুব্বাকে নিয়ে ব্রাত্য বসুর ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। হুগলির ‘দাউদ ইব্রাহিম’ খ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে নিয়ে সেই ছবির প্রথম অংশের শুটিং এরই মধ্যে শেষ করেছেন। নির্মাতা ব্রাত্য বসু শুটিং ও রিহার্সেলকালীন কিছু স্থিরচিত্র শেয়ার করে ফেসবুকে লিখেছেন, নতুন ছবি ‘হুব্বা’র প্রথম সিডিউলের শুটিং শেষ হলো। ছবিতে নাম ভূমিকায় আছেন মোশাররফ করিম। সঙ্গে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। হুব্বার চরিত্রে মোশাররফ করিমকে কেমন দেখাবে, কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে একাধিক স্থিরচিত্রে। ব্রাত্য বসু ছবিটি নিয়ে বলেছেন, ‘ছবির প্রেক্ষাপট রাজনীতি ও সমাজব্যবস্থা। এটিকে পটিলিক্যাল থ্রিলার বলা যায়। এই ছবিতে আমি বিশ্বায়নের যুগে বাংলার রাজনীতির পাল্টে যাওয়ার পটচিত্রটা তুলে ধরতে চাই।’ ক্রাইমের সঙ্গে কমেডিরও মিশেল থাকবে এই ছবিতে। হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন গ্যাংস্টার হুব্বা শ্যামল। নব্বইয়ের দশকের শেষ দিকে আবির্ভূত হন হুব্বা। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। খুন, অপহরণ, ড্রাগ পাচারের ৩০টি মামলা ছিল তার বিরুদ্ধে, পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান। ২০০৫ সালে সল্ট লেক থেকে হুব্বার অতিনাটকীয় গ্রেপ্তারির কথা আজো মনে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষ। শোনা যায়, ৭০টি মোবাইল ফোন ব্যবহার করত হুব্বা। এই ডন ২০০৯ সালে লোকসভা নির্বাচনে স্বাধীনভাবে ভোটেও দাঁড়িয়েছিলেন। যাতে বেজায় বিপাকেও পড়েছিল শাসক দল। পরবর্তী সময়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। ২০১১ সালে বেশকিছু দিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচগলা দেহ ভেসে ওঠে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তার। সিনেমায় অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসুসহ আরো অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়