হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন : ঋণ দেয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে গরিব-দুঃখী মানুষদের ঋণ দেয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা।
গতকাল রবিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে সদর উপজেলার বাকুন্দা গ্রামের তহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘অগ্রণী ই-কমার্স লিমিটেড ও অগ্রণী এজেন্ট লিমিটেড নামক ভুয়া প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর ওমর আলী কৌশলে আমাদের গ্রাম ও আশপাশের এলাকার গরিব মানুষদের ঋণ দেন। ঋণ দেয়ার সময় আমাদের নামে বিভিন্ন ব্যাংকে হিসাব খুলেন তিনি। এরপর ফাঁকা চেকে স্বাক্ষর নেন। আমরা ওই প্রতিষ্ঠান থেকে কেউ ১০ হাজার, কেউ ১৫ হাজার বা কেউ ২০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। কিন্তু একটা সময় পর জানতে পারি ফাঁকা চেকের পাতায় পাঁচ হাজার টাকা ঋণের বিপরীতে এক লাখ ৩০ হাজার, কারও পাঁচ লাখ, কারো ছয় লাখ টাকার অঙ্ক বসিয়ে তা ব্যাংকে জমা দিয়েছেন তিনি।
এরপর চেক ডিজঅনার হওয়ায় আমাদের নামে বিভিন্ন আদালতে মামলা করেন ওমর আলী। ফলে আমরা বেশ কয়েকটি পরিবার বর্তমানে চরম বিপদের মধ্যে রয়েছি। মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা গরিব মানুষ, আমাদের মধ্যে অনেকেই পড়ালেখা জানে না। তাই আজ এতবড় বিপদের মধ্যে পড়েছি।’
এ সময় ভুক্তভোগী তফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, তহিদুল ইসলাম, সফিকুল ইসলাম, শামীম হোসেন, বাতাসী খাতুনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। তারা ওমর আলীর শাস্তির দাবি করে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়