হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

আশীর্বাদ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আশীর্বাদ করি প্রিয়তমা
তোমার কবিতার স্পর্শে
তোমার বাগানের কাঠ গোলাপগুলো
ঝরে পড়ার কষ্ট ভুলে
ফের হেসে উঠুক সোল্লাসে।

নুয়ে পড়া কাঁঠাল পাতাগুলো
জেগে উঠুক প্রথম যৌবনের উন্মাদনায়।

দক্ষিণা হাওয়ারা এসে পাহারা বসাক
তোমার ঘরের ঝুল বারান্দায়।

তোমার কবিতার স্পর্শে
তোমার পুরনো প্রেমিকেরা
ভুলে যাক সব বিরহ ব্যথা।
নতুনেরা এসে ভিড় জমাক
তোমার স্নিগ্ধ হৃদ জমিনে।

তোমার কবিতার স্পর্শে
শেষ রাতে ডুকরে কেঁদে ওঠা
রাত জাগা পাখিটা ভুলে যাক
তার সমস্ত দুঃখ।

নিকষ কালো আঁধার রাতেও
জোঁনাকিরা দলবেঁধে নেমে আসুক
তোমার শোয়ার ঘরে।

তোমার বিছানার ওপর ঝরে পড়ুক
কৃষ্ণ পক্ষের বেহিসেবী চাঁদ।

তোমার অস্তিত্ব জুড়ে থাক
প্রথাগত প্রেম-প্রকৃতি আর
বিরহের চাপা আর্তনাদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়