হাসপাতালে ভর্তি আরো ৩৮১ রোগী : ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান মন্ত্রীর

আগের সংবাদ

মহা আড়ম্বরে সমাহিত মহারানি

পরের সংবাদ

আমাদের ভালোবাসা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আমাদের ভালোবাসা আমাদের ঘর
আমাদের ভালোবাসা নিশিদিন ভর।
জীবনের বাঁকে বাঁকে এসে যায় ঝড়
দুজনেই কাছাকাছি কভু নয় পর।

ঝড় এলে ঘরখানি করে নড়বড়
দূরে গেলে এই বুক করে ধড়ফড়।
হাতে হাত রাখো যদি কিসে ভয়ডর
কথা দাও হবে না যে কভু নড়চড়।

বিনি সুতো দিয়ে বাঁধা এই অন্তর
এত নয় জাদুটোনা নয় মন্তর।
তুমি সুন্দর তাই আমি সুন্দর
সংসারে তুমি বধূ আমি ঘরবর।

যত ভালোবাসি তত মনে জাগে ভয়
ভালোবাসি বলে প্রাণে এত জ্বালা সয়।
তুমি আছো বলে তাই সব কিছু জয়
ভালোবেসে সব ব্যথা হয়ে যায় ক্ষয়
দিনে দিনে এই বুকে প্রেম সঞ্চয়।

এই মন সারাবেলা যার কথা কয়
তার ছবি দুটি চোখে রয় ভেসে রয়।
বাতাসের মতো সুখ এই মনে বয়
সীমাহীন বুকে প্রেম হয় না যে লয়।

আমাদের ভালোবাসা কত মধুময়
চিরদিন রয়ে যাবে জানি পরিচয়।
এক মন এক প্রাণে ভালোবাসা হয়
আজকের এই দিনে শুভ পরিণয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়